ঢাকাTuesday , 30 May 2023
  1. অপরাধ
  2. অর্থ ও শিল্প
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইন্টারভিউ
  7. উদ্যোক্তা মুখ
  8. উপমহাদেশ
  9. খেলাধূলা
  10. চাকুরি সংবাদ
  11. চিত্র বিচিত্র
  12. জাতীয়
  13. জেলা সংবাদ
  14. ধর্ম কথন
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

বাইডেনের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চাইলেন এরদোয়ান

Link Copied!

গত ২৮ মে দ্বিতীয় দফার ভোটে তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তাকে অভিনন্দন জানাতে টেলিফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওই টেলিফোন আলাপে বাইডেনের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছেন এরদোয়ান।বাইডেনকে উদ্ধৃত করে রয়টার্সের খবরে বলা হয়েছে, টেলিফোন আলাপে এরদোয়ান পুনরায় এফ-১৬ প্রসঙ্গ তুলেছেন। আর এই সুযোগে বাইডেন এরদোয়ানকে বলেছেন, সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে অনুমোদন দিক তুরস্ক।

টেলিফোন আলাপের পর এরদোয়ান সুইডেনকে ন্যাটোতে অনুমোদন দিবে কি না, এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমি তার সঙ্গে এই প্রসঙ্গ উত্থাপন করেছি। আমরা আগামী সপ্তাহে এ নিয়ে আরও কথা বলতে যাচ্ছি।’উল্লেখ্য, সুইডেন তুরস্কের সন্ত্রাসীদের আশ্রয় দেয় অভিযোগ তুলে ন্যাটোতে তাদের সদস্যপদ আটকে দিয়েছে তুরস্ক।অন্যদিকে তুরস্ক ২০ বিলিয়ন ডলার দিয়ে ৮০টি এফ-১৬ যুদ্ধবিমান এবং অত্যাধুনিক যন্ত্রাংশ কিনতে চায় যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু দেশটির পার্লামেন্ট এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করায় তুরস্কের কাছে আর এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করা হয়নি। এ নিয়ে দুদেশের মধ্যে বহুদিন ধরে দেনদরবার চলছে।

Please follow and like us:
Pin Share

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।