মেহেদী হাসান: বরগুনার তালতলী উপজেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় অসহায় পিছিয়ে পরা শিক্ষার্থীদের শিক্ষা-কার্যক্রম গতিশীল ও মান উন্নয়নের লক্ষ্যে এিশ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরন বিতরন করেন।
জানা যায়, আজ বরগুনা তালতলী উপজেলা পরিষদ মিলনায়তনে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জন অসহায় শিক্ষার্থীদেরকে নগদ ৪ হাজার টাকা ও ১ হাজার টাকা মূল্যের শিক্ষা উপকরণ মোট ৫ হাজার টাকার ১ লাখ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিপাত আনোয়ার তুমপা,প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদসহ সংশ্লিষ্টরা।ইউএনও উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরন তুলে দেন।
এ বিষয়ে বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের,প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদ বলেন, প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে সারা বছরই আমরা এই শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে আমরা কাজ করে যাচ্ছি।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিপাত আনোয়ার তুমপা বলেন,বিদ্যানন্দ দীর্ঘ দিন যাবত বিভিন্ন কল্যাণ মূলক কাজ করে আসছে। শিক্ষাবৃত্তি প্রদান খুবই ভাল একটা উদ্যোগ। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার প্রসার ঘটাতে সরকারের পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।